উত্তর আমেরিকার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল দায়িত্ব পেয়েছে ২০২৩ সালের ৩৭ তম ফোবানা কনভেনশন আয়োজনের। এ সংবাদে মন্ট্রিয়লে বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোচিত হচ্ছে এবং উৎসবমূখর জমজমাট মিলনমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন মন্ট্রিয়লবাসী। আয়োজক সংগঠন থেকে জানা যায়, মন্ট্রিয়লে ৩৭তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১,২ ও ৩ সেপ্টেম্বরে।
সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ৩৭তম উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন ফোবানার সর্বসম্মতিক্রমে কনভেনর নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগঠক সাংবাদিক দেওয়ান মনিরুজ্জামান। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের সাবেক সভাপতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা। সাংবাদিক দেওয়ান মনিরুজ্জামানের নেতৃত্বে অতীতে মন্ট্রিয়লবাসী উপভোগ করেছেন অগনিত সফল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল প্রতি বছরই বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন ছাড়াও বাঙালির সার্বজনীন পহেলা বৈশাখ উৎসব ধারাবাহিক আয়োজনে মুন্সিয়ানার পরিচয় দিয়ে আসছে। অভিজ্ঞ, দক্ষ, সৃজনশীল ও প্রবীণ-তরুণের মেলবন্ধনে ৩৭ তম মন্ট্রিয়ল ফোবানা অতীতের অন্যান্য আয়োজনকে ছাড়িয়ে যাবে বলে মন্ট্রিয়লবাসীর বিশ্বাস।
উত্তর আমেরিকার দক্ষ ও জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামানের নেতৃত্বে সংগঠনের ড্রিম-টিম সবার সহযোগিতায় সফল একটি ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ শাকিল আহমেদ পিয়াস বিজ্ঞপ্তিতে আরো জানান কনভেনশনের পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা করা হবে।
উল্লেখ্য যে, ফোবানার কেন্দ্রীয় কমিটির (ইসি) পক্ষে চেয়ারম্যান আতিকুর রহমান ৩৭তম ফোবানা কনভেনশন ২০২৩’র স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন মন্ট্রিয়লের হাতে আনুষ্ঠানিক ভাবে পতাকা হস্তান্তর করেছেন লস এঞ্জেলেস্ এর ফোবানার মঞ্চে।
ইসি কমিটির সেক্রেটারী জেনারেল ড. রফিক, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ২০২২’র নির্বাচন কমিশনার মশরুর হুদা, ট্রেজারার তুষার, জয়েন্ট সেক্রেটারী কিরণ ও ইসি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং লস এঞ্জেলেস্ ফোবানা ২০২২’র কনভেনর ইব্রাহিম ও মেম্বার সেক্রেটারী বাবু এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।