জরুরি স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ প্রযুক্তিসহ আইফোন ১৪ উন্মোচন করেছে অ্যাপল।
বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি লঞ্চ ইভেন্টে কোম্পানিটি নতুন হ্যান্ডসেটের চারটি সংস্করণ প্রকাশ করেছে।
কোম্পানিটি দুই ধরনের আইফোন ১৪ উন্মোচন করছে। একটি আইফোন ১৪ এবং অন্যটি আইফোন ১৪ প্লাস।
নতুন হ্যান্ডসেটটি স্যাটেলাইটের মাধ্যমে সাহায্যের জন্য জরুরি কল পাঠাতে সক্ষম।
ফোনটি ওভারহেড পাস করা স্যাটেলাইটগুলোর অবস্থান প্রদর্শন করবে। কীভাবে সঠিকভাবে ডিভাইসটিকে নির্দেশ করতে হবে তা প্রদর্শন করবে।
ম্যাসেজ পাঠাতে এটি ১৫ সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় নিতে পারে।
আইফোনটিতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। দ্রুতগতিতে ছবি তুলতে সক্ষম।, কম আলো ক্যাপচারিংয়ে ৪৯ শতাংশ উন্নতির দাবি কোম্পানিটির।
প্রথমবারের মতো ফ্রন্ট ক্যামেরায় অটো-ফোকাস যোগ করা হয়েছে। যাতে স্বচ্ছভাবে সেলফি তোলা যায়।
অ্যাপলের দাবি, আইফোন ব্যবহারকারীরা গত ১২ মাসে তিন ট্রিলিয়নেরও বেশি ছবি তুলেছেন।
আইফোন ১৪ দাম পড়বে ৭৯৯ মার্কিন ডলার।
আইফোন ১৪ প্রো: আইফোন ১৪ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স- এর ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
কালো খাঁজ প্রতিস্থাপন করেছে ডায়নামিক আইল্যান্ড নামক একটি ফিচার, যেটি সম্পর্কে অনেক আইফোন ব্যবহারকারীই অভিযোগ করেছে। এতে কী নোটিফিকেশন রয়েছে তার উপর নির্ভর করে এটি আকার পরিবর্তন করতে পারে।
আরেকটি বড় ধরনের পরিবর্তন হলো- হ্যান্ডসেটটি সব সময়ই অন থাকতে পারে।
যখন ফোনটি অব্যবহৃত থাকবে, এর স্ক্রিনটি ম্লান হয়ে পড়বে এবং রিফ্রেশ রেট কমে যাবে।
গাঢ় বেগুনির পাশাপাশি কালো, সিলভার ও গোল্ডেন কালারে পাবেন আইফোনটি।
আইফোন ১৪ প্রো এর দাম পড়বে ৯৯৯ মার্কিন ডলার।