কানাডা ও আমেরিকার ৮৬টি থিয়েটারে একযোগে গত ২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘হাওয়া’। মুক্তির পর থেকেই মাত্র ৪ দিনেই সিনেমাটির গ্রস বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ২১৩,৪৬১ ডলার। ফলে মুক্তির প্রথম সপ্তাহের US BOX OFFICE TOP CHART এ ২৭ নম্বরে অবস্থান করে ‘হাওয়া’। এই ২১৩,৪৬১ ডলার এর মধ্যে কানাডার অবদান ৮৬,৩১২ ডলার। প্রথম চারদিনে মন্ট্রিয়লে ৯৯২ জন সিনেমাটি দেখেন। তাই এক সপ্তাহের বদলে দুই সপ্তাহ সিনেমাটি প্রদর্শিত হয়। টরন্টোতে ৩ সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে। আমেরিকা কানাডার ৮৬টি থিয়েটারের মধ্যে সবচেয়ে বেশি দর্শক ‘হাওয়া’ দেখেছে টরন্টোর এগলিন্টন সিনেপ্লেক্সে। সেখানে প্রথম ৪ দিনে সিনেমাটির দর্শক ছিল ৩,৬০১ জন।
এর আগে কানাডার বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমা ছিল ‘দেবী’। কানাডাতে ‘দেবী’র লাইফটাইম বক্স অফিস আয় ছিল ৬২,৭৩৩ ডলার।