করোনার কারণে ক্ষতিগ্রস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের শতাধিক শিক্ষার্থীকে সহায়তা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-১৯৮৫। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-১৯৮৫ সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সদস্যরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি তহবিল তৈরির চেষ্টা করেন। দেশ-বিদেশে অবস্থানরত ওই শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।
সংগঠনের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট শামীমা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সৃষ্ট তহবিলে মোট পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচ শ সাতান্ন টাকা সংগ্রহ করা হয়।
গত ২৬ এপ্রিল এবং আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই তহবিল থেকে ১৩৫ শিক্ষার্থীকে চার হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের আইয়ুব হোসেন, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট শাহ মো. মাসুম, পদার্থবিজ্ঞান বিভাগের ফজলুর রহমান, ফার্মেসি বিভাগের হাবিবুল কিবরিয়া, গণিত বিভাগের সাখাওয়াত হোসেন প্রমুখ।