সরগম মিউজিক একাডেমীর অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন


গত ২৭ ফেব্রুয়ারি কানাডার বাংলা মূল ধারার শুদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমী যথাযথ মর্যাদায় উদযাপন করলো অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২


অনুষ্ঠানের শুরুতে সরগম মিউজিক একাডেমীর প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে , একাডেমীর ছাত্র-ছাত্রী, শিক্ষিক- শিক্ষিকা এবং অভিভাবকগন , খালি পায়ে , হাতে ফুলের গুচ্ছ , বাংলা বর্ণমালা খচিত ব্যানার ফেস্টূন ,কানাডা বাংলাদেশের জাতীয় পতাকা সহযোগে সুসজ্জিত হয়ে পদযাত্রা শেষে পুষ্প স্তবক অর্পণ করে অমর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।পদ যাত্রা এবং শহীদ মিনার অতিক্রমের সময় সবার কণ্ঠে ছিলো অমর একুশের সেই কালজয়ী গান “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি “।

এর পরেই শুরু হয় একুশের গান গল্প কবিতা দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান । কানাডায় জন্ম নেয়া নতুন প্রজন্মের শিক্ষার্থী বন্ধুরা সম্মিলিত ভাবে আবৃত্তি করে মহান একুশের উপর রনজিত মজুমদারের লেখা একটি কবিতা । এতে অংশ গ্রহণ করে সরগম মিউজিক একাডেমীর ছয় শিক্ষার্থী বন্ধু যথাক্রমে ,কাব্য , সুযশ , অনীলা , ঈশান , চিন্ময় এবং অভিক ।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে একাডেমীর ছাত্র-ছাত্রীরা পরিবেষণ করে অমর একুশের উপর রচিত কয়েকটি একক গান এবং কয়েকটি দলীয় গান । উক্ত অনুষ্ঠানে পরিবেশিত একটি দলিয় সঙ্গীত “ আমার এই বাংলা ভাষা , আমার এই মায়ের ভাষা “ সকল দর্শক শ্রোতাদের ভূয়সী প্রশংসা কুড়ায় । গানটির রচয়িতা রনজিত মজুমদার এবং সুরারোপ করেছেন ডরিন মলি গোমেজ । অনুষ্ঠানে আরো যারা কবিতা পাঠ করেন তারা হলেন একাডেমীর শিক্ষার্থী খায়রুন নাহার দীপা এবং একাডেমীর গানের শিক্ষিকা শর্মিষ্ঠা মন্ডল । সঙ্গীতানুষ্ঠানে তবলায় সংগত করেছেন একাডেমীর তবলার প্রশিক্ষক ঝলক দেব চৌধুরী এবং একাডেমীর দুই তবলার শিক্ষার্থী বন্ধু কাব্য এবং সুজশ ।


উপস্থিত সুধী মণ্ডলীর মধ্যে একুশের উপর আলোচনা করেন যথাক্রমে , সাংবাদিক মনিরুজ্জামান , সাংবাদিক সদেরা সুজন , বাংলাদেশ এশোসিয়েশন অফ মন্ট্রিয়লের সভাপতি হাফিজুর রহমান , লেখিকা আলিফ আলম , চ্যানেল এ টি ভি কানাডার সি ই ও আব্দুর রহিম , গায়ক শাহ মোহাম্মদ ফায়েক , ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ , বিশিষ্ট ব্যবসায়ী মহসিন রেজা , বিশিষ্ট ব্যবসায়ী জন এন্থনি গোমেজ প্রমুখ ব্যক্তিবর্গ । অনুষ্ঠানটির ধারা বর্ণনা এবং সঞ্চালনায় ছিলেন একাডেমীর পরিচালক রনজিত মজুমদার এবং খায়রুন নাহার দীপা ।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন সরগম মিউজিক একাডেমীর প্রিন্সিপ্যাল ডরিন মলি গোমেজ । অনুষ্ঠানের শেষে সকলকে বাংলাদেশী বিভিন্ন পিঠা পুলি সহযোগে আপ্যায়ন করা হয় ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ