ভোরের আলো রিপোর্ট: টরেন্টো বিচেস ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়েল এরিসকিন স্মিথ জরুরি আইনের বিরুদ্ধে কথা বললেন। এর মাধ্যমে নিজ দল লিবারেল পার্টির বিরুদ্ধেই কথা বললেন তিনি। গত সোমবার বিকেলে এক টুইট বার্তায় তিনি বলেন, জরুরি আইন নিয়ে কেউ খুশি নয়। এটাই আমার চিন্তা। যদিও ট্টুডো সরকারের জরুরি আইন প্রয়োগের সিদ্ধান্ত হাউজ অব কমন্সে ১৮৫-১৫১ ভোটে পাস হয়েছে। তবে সরকারি দলের এমপি হয়ে নিজ দলের বিরুদ্ধে রায় এটা অনেকটা বিরল ঘটনা।