দীন ইসলাম: ২০২২ সালের পর কানাডায় সব ধরনের প্লাস্টিক ব্যাগ ও স্ট্র নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে কানাডা সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কানাডার ফেডারেল সরকার। এ সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করে জনসধারণের জন্য উন্মুক্ত করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। কানাডার পরিবেশ ও কন মন্ত্রী স্টিভেন গিলবিল্ট আইনের খসড়া উন্মুক্ত করে জানান, আগামী বছরের শেষ দিকে প্ল্যাস্টিক, স্ট্রসহ বিভিন্ন জিনিস প্রবেশ করতে পারবে না।