দীন ইসলাম: নিজে বাঙ্গালি কোটায় মন্ত্রী হয়েছেন বিল ব্লেয়ার। ভোরের
আলো’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কানাডার লিবারেল দলীয় সংসদ সদস্য
এবং জননিরাপত্তা ও জরুরী প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার এমনটাই জানালেন।
তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো মন্ত্রী নিয়োগ করার সময়
আমাকে বলেন, তোমার নির্বাচনী এলাকা স্কারবো সাউথ ওয়েস্টে বিপুল
সংখ্যক বাংলা ভাষাভাষী বসবাস করে। তাই তোমাকে সেই কোটায় মন্ত্রী
করা হয়েছে।৪০ বছর কানাডার পুলিশ সার্ভিসে কাজ করে এখন কানাডার
জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছেন দাবি করে বিল ব্লেয়ার
বলেন, কানাডিয়ানদের সেফটি ও সিকিউরিটি দেখা আমার পবিত্র দায়িত্ব।
সেই দায়িত্ব আমি সুচারুভাবে পালন করার চেষ্টা করছি। নিজে বাঙ্গালি
না। কিন্তু বাঙ্গালিদের প্রতি তার মমত্ববোধ প্রবল এমনটা জানিয়ে বিল
ব্লেয়ার বলেন, আমার নির্বাচনী এলাকার বাঙ্গালীদের অতীতে সর্বোচ্চ সেবা
দেওয়ার চেষ্টা করেছি। এজন্য আমার অফিসে বাঙ্গালি স্টাফ রেখেছি।
আগামীতে আরও কিভাবে কানাডিয়ান-বাংলাদেশিদের সেবা দেওয়া যায়
সেই চিন্তা মাথার মধ্যে রয়েছে। রিয়েলটর সৈয়দ আমিনুল ইসলামকে নিজের
নির্বাচন পরিচালনা কমিটি’র কো চেয়ারম্যান করা হয়েছে জানিয়ে
জননিরাপত্তা মন্ত্রী বলেন, বাংলাদেশিরা আমার হৃদয়জুড়ে আছে। বায়তুল
জান্নাত মসজিদসহ বিভিন্ন মসজিদের উন্নয়নে আমার সাধ্যমতো চেষ্টা
করছি। কতটুকু পেরেছি সেই বিচারের ভার আপনাদের কাছে দিলাম।
স্কারবো সাউথওয়েস্টের জনগণ আপনাকে কেন ভোট দেবে? এমন প্রশ্নে
তিনি বলেন, চাকুরি থেকে অবসরে যাওয়ার পর এখন জনগণকে সেবা
দেওয়াই আমার প্রথম ও প্রধান কাজ। এটা মৃত্যুর আগ পযন্ত চালিয়ে
যেতে চাই।