ভোরের আলো রিপোর্ট: কানাডার আকর্ষণীয় শেরে বাংলা কাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। গত ১১ ই জুলাই অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে সোলজার ক্রিকেট ক্লাব ও রানার্সআপ হয়েছে বেঙ্গল স্ট্রাইকার ক্রিকেট ক্লাব। কানাডার অন্টারিও প্রদেশের স্কারবোর করভেট স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেটের ফাইনালের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শেরে বাংলা কাপ ক্রিকেটের গোল্ড স্পনসর কানাডডিয়ান ভিশন ২০২০-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন ও টিম, সিলভার স্পনসর বিশিষ্ট রিয়েলটর আজমল মিয়া, ব্যারিস্টার রিজোয়ান রহমান, বিয়ানীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি আখলাক হোসেন, সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার এডিটর আহাদ খন্দকার, বাংলা মেইল পত্রিকার এডিটর শহিদুল ইসলাম মিন্টু, সিলেট সদর এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি বেলায়েত আহমদ চৌধুরী রিপন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সেক্রেটারী মাহবুব চৌধুরী রনি, ওসমানী মেমোরিয়াল টরন্টোর সেক্রেটারি জাকারিয়া রশীদ চৌধুরী। অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত খেলোয়ারদের উৎসাহ জ্ঞাপন এবং বিজয়ী ক্যাপ্টেন সৈয়দ সোয়েবের হাতে পুরস্কার তুলে দেন প্রধান পৃষ্ঠপোষক মো. দেলোয়ার হোসেন ও তাঁর টীম। শেরে বাংলা কাপে ১৬ টি দল অংশ নিয়েছে। এসব খেলা বাংলাদেশীসহ ক্রীড়ামোদিরা বেশ উপভোগ করেন। এবারের প্রতিযোগিতায় ক্রীড়াসুলভ আচরনের জন্য স্পনসর ব্যারিস্টার রিজোয়ান রহমান ও রিয়েলটর আজমল মিয়া বিল্টজার্ড ক্রিকেট ক্লাবকে পাঁচশত ডলার পুরস্কার ঘোষণা করেন। পরে মিলাদ চৌধুরী, গোলাম ইমরান সুমন ও আবদাল চৌঃ অংশগ্রহণকারী প্রতিটি টিম এবং খেলোয়ারদের প্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।