বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে মোহাম্মদ জামালকে মনোনীত করা হয়েছে বলে একটি বিবৃতি প্রকাশ করেন। ডন
বিবৃতিতে ট্রুডো বলেন, আমি জানি যে বিচারপতি জামাল তার আইনী ও একাডেমিক অভিজ্ঞতা এবং অন্যের সেবা করার প্রবণতা থেকে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবেন। জিও টিভি
লিবারেল সরকারের নিয়োগ প্রক্রিয়া অনুসারে আদালতের শীর্ষ উপদেষ্টাদের কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর পরামর্শে মোহাম্মদ জামাল কে মনোনীত করা হয় বলে জানিয়েছে স্থানীয় বেশ কিছু গণমাধ্যম।
বিচারপতি মনোনয়ন প্রক্রিয়ার প্রশ্নোত্তর পর্বে জামাল বলেছিলেন, জীবনের এ পর্যায়ে বিচারক হিসেবে জনসেবা দেওয়ার চেয়ে আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে অবদান রাখার আর কোনো উপায় আমার কাছে নেই। প্রত্যেক বিচারক জানেন যে বিচার বিভাগীয় ভূমিকা পালন করা একটি অসাধারণ সুযোগ ও দায়িত্বপূর্ণ কাজ। সিবিএন
সংবাদ সংস্থা দ্যা গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০১৯ সালে তাকে অন্টারিওয়ের আপিল কোর্টে নিয়োগ দেওয়া হয়েছিলো এবং নাগরিক, সাংবিধানিক, অপরাধ এবং নিয়ন্ত্রণমূলক বিষয় নিয়ে কানাডার সুপ্রিম কোর্টে ৩৫ টি আপিল হাজির হয়েছিলো জামিলের মাধ্যমে।