কানাডার টরন্টো শহরে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান টরন্টো দুর্গাবাড়ীর বার্ষিক সাধারণ সভা ২০২০ সম্পন্ন হয়েছে। গত ৪ এপ্রিল দুপুর ১২টায় ভারচুয়াল মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। প্রতিষ্টানের কর্মকর্তা, সদস্যদের পাশাপাশি আলোচনায় অংশ নেন সমাজের নানা পেশাজীবী মানুষজন।
প্রতিষ্ঠানের প্রধান পুরোহিত কংকন ভট্টাচার্যের প্রার্থনার মাধ্যমে সাধারণ সভার শুরু হয়। বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন দুর্গাবাড়ির সভাপতি সুদীপ দে। সভা সঞ্চালন করেন টরন্টো দুর্গাবাড়ীর অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী।
বিগত বছরে টরন্টো দুর্গাবাড়ীর সকল কার্যক্রমের তথ্য নিয়ে বার্ষিক পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ড. হীরা লাল পাল। তাঁর উপস্থাপিত প্রতিবেদনে উঠে আসে করোনার অতিমারীর সময়ে প্রাদেশিক সরকার কর্তৃক আরোপিত সকল বিধি নিষেধ মেনে দর্শনার্থীদের জন্য স্বশরীর ও ভারচুয়াল সুবিধাসহ সর্বজনীন দুর্গোৎসব উদযাপন, শ্যামাপূজায় গ্লোবাল ফান্ড রাইজিং ক্যাম্পেইন ডোনেট এ ডলার আয়োজন। টরন্টো দুর্গাবাড়ী ফিউনারেল সার্ভিস উদ্যোগ, করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাক্স বিতরণসহ সচেতনা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও নির্মাণসহ প্রতিষ্ঠানের শিশু-কিশোর, তরুণদের নিয়ে ভারচুয়াল আয়োজন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনের পরপর প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন প্রতিষ্ঠানের নিয়োজিত একাউটেন্ট গৌতম সরকার, সিপিএ।
পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে বিগত বছরে দুর্গাবাড়ীর নানা পদক্ষেপ ও সামনে নানাবিধ উদ্যোগ নিয়ে পরামর্শমূলক আলোচনা করেন নানা পেশাজীবীর নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নেন, মিটন পারিয়াল, শান দে, দেবাশীষ চক্রবর্তী, সনৎ দাস, সুকোমল রায়, মৈনাক সেন, ঝুটন তরফদার, সুদীপ সোম, আশীষ পাল, বিজয় রায়, হিমাদ্রী রয়, শিবু চৌধুরী, তাপস রায়, জিতেন্দ্র দাস, প্রানেশ দাস, মৌটুসী চৌধুরী, সুবর্ণ চৌধুরী প্রমুথ। ভারচুয়াল আয়োজনের প্রযুক্তিগতদিক পরিচালনা করেন সুমিত চক্রবর্তী।
টরন্টো দুর্গাবাড়ীর সাধারণ সম্পাদক ড. হীরালাল পাল সাধারণ সভা পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, বিগত বছর এবং চলমান করোনার এই বৈরী সময়ে মানুষের অভাবনীয় সাড়া আমাদের মুগ্ধ করেছে। আশা করছি সামনের দিনগুলোতে সকলের সাহায্য নিয়ে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিসহ নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে নানামুখি উদ্যোগ আমরা পরিচালনা করতে পারব।’
এদিকে টরন্টো দুর্গাবাড়ী কানাডাতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের অন্তেষ্টিক্রিয়া পরবর্তী বিদেহীর শেষ ভস্ম কানাডাতেই বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করতে কয়েকবছর ধরে টরন্টো সিটি কাউন্সিলের সাথে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের অন্তেষ্টিক্রিয়ার এই আহবানকে আমলে নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর গ্যারী ক্রফোর্ড। সম্প্রতি এই প্রস্তাবটি নিয়ে সিটিভি নিউজ এর প্রতিবেদকের কাছে বিস্তারিত তুলে ধরেন কাউন্সিলর গ্যারী ক্রফোর্ড ও টরন্টো দুর্গাবাড়ীর অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী ।
টরন্টো সিটি কর্তৃপক্ষের কাছে কানাডাতে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের অন্তেষ্টিক্রিয়া পরবর্তী বিদেহীর শেষ ভস্ম কানাডাতেই বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করছে টরন্টো দুর্গাবাড়ী।