কানাডার ক্যালগেরিতে বসবাসরত বাংলাদেশিরা হিন্দু ধর্মাবলম্বীরা সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘সংখ্যালঘু স্বার্থরক্ষা কাউন্সিল’ গঠনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, এই কাউন্সিল দেশের সংখ্যালঘুদের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদেরকে সুরক্ষার উপায় নিয়ে সরকারকে পরামর্শ দেবে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের কার্যক্রম নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করবে।
বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সময় রোববার সকালে অনুষ্ঠিত এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় এই দাবির পাশাপাশি তারা সুনামগঞ্জের শাল্লায় সম্প্রতি ভেঙে দেয়া মন্দির এবং ঘরবাড়ি পুনর্নির্মাণসহ হামলায় আহত গ্রামবাসীদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে শাল্লা, নাসিরনগরসহ প্রতিটি সংখ্যালঘু নির্মূল করার ঘটনায় অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান। সভায় সাম্প্রদায়িক দাঙ্গা রোধে আইন শৃঙ্খলা বাহিনীতে বিশেষ সেল গঠনের প্রস্তাব করা হয়।
ড. শান্তনু বনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলা পত্রিকা ‘নতুনদেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, প্রবাস বাংলা ভয়েস-এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল, রূপক দত্ত, কিরন বনিক শংকর, জয়দীপ স্যানাল, সুব্রত বৈরাগী, জয়ন্ত বসু, শুভ্র দাস, নবাংশু দাস, প্রাণবেন্দ্র সেনগুপ্ত, তন্ময় তালুকদার, মানবেন্দু সরকার, খোকন শিকদার, খোকন দেবনাথ, গৌতম চৌধুরী, দেবাশীষ রায় প্রমুখ।
নতুনদেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বীসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের যে কোনো নাগরিকের উপর হামলাই ফৌজদারি অপরাধ- ক্রিমিনাল অফেন্স। এই ধরনের ঘটনায় সরাসরি বিচার হওয়ার কথা। অথচ প্রতিটি হামলার ঘটনার পরই নানা কূটচাল বিতর্ক তুলে বিচারকে পাশ কাটিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, সবধরনের বিভাজনের বিরুদ্ধে লড়াই করে করেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মুহূর্তে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিতর্ক এবং ভাবনাগুলো মানুষ হিসেবে আমাদের ছোট করে দেয়।
প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল বলেন, অপরাধীদের কোন ধর্ম নেই। যেকোনো মূল্যে এই সকল অপরাধীদের বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।
কিরণ বণিক শংকর বলেন, এই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িকতার বিরোধিতা করে আসছে আর বিভিন্ন ছলছুতোয় হিন্দুদের সম্পত্তি দখলের পায়তারা করে চলেছে। বর্তমান সরকার এবং সাধারণ জনগণ যদি তা কঠোর হস্তে দমন না করে তার পরিণাম কিন্তু ভয়াবহ রূপ নেবে আর তা কেবলমাত্র হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশকে কোনভাবেই আমরা আফগানিস্তান বানাতে দিতে চাই না।
রূপক দত্ত বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক শক্তি যে ধর্মেরই হোক না কেন এরা কখনো উন্নয়ন আর প্রগতির সহায়ক নয়। শাল্লার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কোনভাবেই এমন ন্যক্কারজনক ঘটনার দায় এড়াতে পারেন না।
জয়ন্ত বসু বলেন, সকল প্রকার বিদ্বেষ ও হানাহানির ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সকলের সমানাধিকার সুরক্ষিত থাকবে। আমরা মনে করি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের উন্নয়নের জন্য একযোগে কাজ করা।
সুব্রত বৈরাগী বলেন, বাংলাদেশে সাম্প্রতিক শাল্লার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
জয়দীপ স্যানাল বলেন, বাংলাদেশের জন্মের ৫০ বছর আর তার জনকের ১০০তম জন্মবার্ষিকীর এই মার্চ মাসে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আসুন ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে এক হই। মুক্তিযুদ্ধের শক্তি নিয়ে সবাই মিলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি, জনমত গড়ে তুলি এবং যথাযথ কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করি যাতে এধরনের লজ্জা-গ্লানির ঘটনা জাতিকে আর কখনো না দেখতে হয়।
শুভ্র দাস শুভ বলেন, মাতৃভূমির প্রতি সকল দায়িত্ব পালন করা সত্বেও যখন প্রবাসে থেকে ভাবতে হয় আমাদের পরিবার, মা, আত্মীয়স্বজন হিন্দুধর্মালম্বী হওয়ার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন- সেটা খুবই পীড়াদায়ক। আমরা অনতিবিলম্বে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়া হবে এই প্রত্যাশা করছি বাংলাদেশের সরকারের কাছে।
উল্লেখ্য, প্রতিবাদের অংশ হিসাবে সবাই সোশ্যাল মিডিয়াতে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের বাণী সম্বলিত প্রোফাইল ছবি পরিবর্তন করেন। একই সাথে তারা কানাডাসহ বিশ্বের সকল বাংলাদেশি নাগরিকদের এই ধরনের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একত্রিত হবার আহবান জানান।