২৬শে মার্চ ২০২১, রাত ৯ টায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার কর্তৃক ভার্চুয়ালি দীর্ঘ তিন ঘণ্টা ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক হয় । এই অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। যথারিতি কানাডা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে এই অনুষ্টান শুরু হয়। অনুষ্টানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক পরিচালিত করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রাসেল রহমান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম রুহেল, মহাপরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল , মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , কর্নেল এম.এ. সালাম (অবসরপ্রাপ্ত ), বীর প্রতীক, আরো উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি.এম. তোফায়েল সামি, আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেলাল চৌধুরী, ইতালি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম, আরো উপস্থিত ছিলেন আসাদ আহাদ , জাকারিয়া চৌধুরী , সুশীতল চৌধুরী , আবু জাহির শাকিব , ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার , মহসিন বখ্ত , বাংলাদেশ এসোসিয়েশন অফ টরন্টো সাধারণ সম্পাদক এনম . ইউসুফ ,বীর মুক্তিযুদ্ধা মুকিত চৌধুরী , সাবেক সিলেট সদর এসোসিয়েশন সভাপতি বেলায়েত চৌধুরী রিপন , ফাইজুল চৌধুরী , শরীফ আলী , ফারহানা আহমদ , বীর মুক্তিযুদ্ধা মাসুক মিয়া , মইন চৌধুরী, আরিফ আহমদ , সুনামগঞ্জ এসোসিয়েশন সাধারণ সম্পাদক হিমাদ্রি রায় , সুনামগঞ্জ এসোসিয়েশন সভাপতি প্রফেসর আতাউর রহমান , মোহাম্মদ হামিদ , মুকীত চৌধুরী , কাবেরী দাস , তমা পাল , রিফ্ফাত নূয়েরীন , মোস্তাক চৌধুরী , মজিরুল হক মুজিব , আফজার সায়েদ, আমিরুল ইসলাম , জুমেল চৌধুরী, রিঙ্ক ও প্রচার সম্পাদক ইলিয়াস খান।