![](https://i0.wp.com/vhoreralo.ca/wp-content/uploads/2021/03/050445_bangladesh_pratidin_zzzz14.jpg?resize=600%2C400&ssl=1)
নির্বাচনে ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন যে, তারা ক্ষমতায় গেলে কী কী করবেন। এক্ষেত্রে অধিকাংশ প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দেন, যা তারা কখনোই পূরণ করেন না। অবশ্য নানা কারণে অনেকসময় এগুলো পূরণ করাও সম্ভব হয়ে উঠে না। এবার ভারতের তামিলনাড়ু রাজ্যের আসন্ন এসেম্বলি নির্বাচনে মাদুরাই-দক্ষিণ কেন্দ্রের এক প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা চমকে দিয়েছে সকলকে।
থুলম সর্বানন নামের ওই প্রার্থী তার কেন্দ্রের ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি নির্বাচনে জয়লাভ করলে গৃহবধূদের জন্য বাড়িতে বাড়িতে কর্মচারী হিসেবে রোবট পৌঁছে দেবেন। ভোটদাতাদের বিনামূল্যে চন্দ্রযানে তোলা হবে। প্রত্যেককে ১ কোটি টাকা করে দেওয়া হবে, কারো মেয়ের বিয়ে হলে সেখানে যাবতীয় স্বর্ণ-গহনা কিনে দেওয়া, প্রতি পরিবারকে ‘মিনি হেলিকপ্টার’ উপহার এবং এ তালিকায় আরো আছে নৌকা, গাড়ি, আইফোন, সুইমিংপুলসহ তিনতলা বাড়ি।এছাড়া নিজ কেন্দ্রের মানুষদের জন্য একটি বরফ ঢাকা কৃত্রিম পাহাড় বানানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রও প্রতিষ্ঠিত করবেন।
যদিও সর্বানন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ২০ হাজার টাকা ধার করে মনোনয়নপত্র কিনেছেন তিনি। এখনো অবিবাহীত এবং ঘরে বৃদ্ধ বাবা-মা আছেন।
এমন আকাশছোঁয়া প্রতিশ্রুতি দেওয়ার কারণ হিসেবে গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণ করার জন্য নয়, বরং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশেই তার এ পদক্ষেপ।
থুলম সর্বানন বলেন, বিগত ৫০ বছর ধরে প্রার্থীরা নির্বাচনের সময় আসলে নানা ধরনের অবিশ্বাস্য প্রতিশ্রুতি ঘোষণা করেন। কিন্তু বাস্তবে সেগুলোর অধিকাংশই তারা পূরণ করেন না। তাই মানুষকে বোঝানোর জন্যই এমন ইশতেহার।
বিডি প্রতিদিন