উইঘুর নিপীড়ন: চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ-কানাডা যুক্তরাষ্ট্রও ব্রিটেন

সংখ্যালঘু মুসলিম উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের ওপর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র-কানাডা ও ব্রিটেন।

সোমবার সম্মিলিত নিষেধাজ্ঞাটি কংগ্রেসে উপস্থাপন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বলেন, জিনজিয়াংয়ে ১০ লাখ মুসলিমকে বন্দি রেখে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হচ্ছে। এ কারণে প্রদেশটির নিরাপত্তা প্রধান, কম্যুনিস্ট শীর্ষ নেতারাসহ ৪ জনের ওপর আরোপিত হলো নিষেধাজ্ঞা। ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হবে। একইসাথে জিনজিয়াংয়ের তিনটি প্রতিষ্ঠানও পড়বে এ তালিকায়।

১৯৮৯ সালে তিয়ান-আন-মেন স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর চীনা সরকার চড়াও হলে শেষবার দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো ইউরোপ। এবার জোটের অভিযোগ- সংখ্যালঘু উইঘুরদের গণহত্যা করা হচ্ছে জিনজিয়াংয়ে। শুধু তাই নয়, জোরপূর্বক ধর্ম-মতাদর্শ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। নারীদের ওপর চালানো হচ্ছে ধর্ষণ, গর্ভপাতের মতো নিপীড়ন।

/

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ