যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির সপ্তম অভিযোগের পর পদত্যাগের দাবি জানিয়েছেন সিনেটররা।
শুক্রবার সপ্তম বারের মত নিউইয়র্কের এক নারী সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।
এর আগে, গত মাস থেকে কুয়োমোর বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ আসতে থাকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন কুয়োমো। তিনি বলেন, যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি। আমি কখনওই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করিনি।
একাধিক যৌন হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠার পর কুয়োমো তার রাজনৈতিক সহচর এবং নিউইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন এক বিবৃতিতে জানিয়েছেন ডেমোক্রেট সদস্য চাক শুমার এবং কিরস্ট্যান্ড গিলিব্র্যান্ড ।এছাড়া গভর্নের পদ থেকে কুয়োমোর পদত্যাগ করা উচিত বলে মনে করেন তারা।
বিডি প্রতিদিন