শিল্প-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্যের জন্য মন্ত্রী নিয়োগ তো কোন যুগ থেকেই দেশে দেশে হয়ে আসছে। কিন্তু তাই বলে, মানুষের একাকিত্ব ঘোচাতেও মন্ত্রী!
হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এরকমটাই ঘটেছে জাপানে। দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মানুষের নিঃসঙ্গতা দূর করার জন্যে মন্ত্রী নিয়োগ করেছেন। তেতসুশি সাকামোতোকে এই নিঃসঙ্গতা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। তেতসুশি অবশ্য ইতোমধ্যেই অন্য মন্ত্রীত্বের দায়িত্বও সামলাচ্ছেন।
জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কোভিড-১৯ এর কারণে সে দেশে হঠাৎই আত্মহত্যার সংখ্যা বেড়ে গিয়েছে। এই সময়ে যত মানুষ আত্মহত্যা করেছেন গত ১১ বছরের মধ্যে তা ঘটেনি। ফলে বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে জাপান সরকার। তাই সম্প্রতি তারা তাদের মন্ত্রিসভায় যোগ করল নয়া এই দফতর।
নতুন দায়িত্ব পাওয়ার পরে জাপানের ‘নিঃসঙ্গতা মন্ত্রী’ তেতসুশি সাকামোতো বলছেন, আশা করব, আগামী দিনে এ দেশের সামাজিক নিঃসঙ্গতা এবং নিভৃতবাস রুখতে সফল হবো। জাপানবাসীর মধ্যে পারস্পরিক বন্ধনও ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে পারব।
তেতসুশি আঞ্চলিক অর্থনীতিকে উজ্জীবিত করা এবং ক্রমহ্রাসমান জন্মহারকে যথাযথ মাত্রায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ইতোমধ্যেই কাজ করছেন জাপান মন্ত্রিসভায়।
সূত্র: এনডিটিভি