অনেক জল্পনা কল্পনার পর কানাডায় উৎপাদিত নতুন করোনভাইরাস ভ্যাকসিন প্রথমবারের মতো গত বুধবার ২৬শে জানুয়ারী থেকে ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। সংস্থার প্রধান নির্বাহী ব্র্যাড সোরেসন বলেছেন, কানাডায় ডিজাইন করা ও তৈরি করা টিকা প্রথমবারের মতো টরোন্টোর এক ক্লিনিকে ৬০ জন স্বেচ্ছাসেবককে তিনটি করে শট দেওয়া হয়েছে।
ভ্যাকসিনটি উৎপাদনকারী সংস্থা ক্যালগেরির প্রোভিডেন্স থেরাপিউটিক্স বলছে যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, তবে ২০২১শের শেষের দিকে এই কানাডায় প্রথম সম্ভাব্য ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন শুরু হতে পারে।গত এপ্রিল মাসে ক্যালগেরির এই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাটি কানাডা সরকারের কাছে অনুদানের জন্য আবেদন করে। কিন্তু কোনো সরকারের কোনো ধরণের সাহায্য মেলেনি।
ব্র্যাড সোরেসন বলেন, আমরা তখন যদি সাহায্য এবং সহযোগিতা পেতাম তাহলে আমরা আগামী কয়েক মাসের মাঝেই কানাডিয়ান জনগণকে ভ্যাকসিন সরবরাহ করতে সক্ষম হতাম।
সমস্ত কানাডায় এখন ভ্যাকসিনের স্বল্পতা। তার প্রধান কারণ ফাইজার কোম্পানি কানাডায় প্রয়োজনের চাইতে অর্ধেক ভ্যাকসিন সরবরাহ করছে। যদিও কানাডা সকল দেশের আগে ফাইজার থেকে ভ্যাকসিন সুরক্ষিত করছিল।
এখন ফাইজার সেই পরিমান ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় কানাডার বিভিন্ন প্রভিন্সে এখন ভ্যাকসিনের স্বল্পতা দেখা দিয়েছে।