গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের জেলে ৩০ বছর থাকার পর গত বুধবার নিজ দেশ ইসরায়েলে ফিরেছেন জনাথন পোলার্ড নামের এক গুপ্তচর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গুপ্তচর পোলার্ডকে স্বাগত জানানোর একটি ছবি টু্ইটারে পোস্ট করেছেন নেতানিয়াহু। জনাথন পোলার্ড ও তার স্ত্রী একটি ব্যক্তগত হেলিকপ্টারে করে ইসরায়েলে পৌঁছান। খবর সিবিএস নিউজের
পোলার্ড বলেন, ৩৫ বছর পর নিজ দেশে ফিরতে পারায় আমরা আনন্দিত।
বিমানবন্দরে পোলার্ড ও তার স্ত্রীকে ইসরায়েলের নাগরিকত্ব কার্ড দেন নেতানিয়াহু। এসময় তিনি বলেন, এখন থেকে আপনারা ইসরায়েলের নাগরিক। এটাই আপনাদের বাড়ি।
গুপ্তচরবৃত্তি করার জন্য পোলার্ড যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে অ্যানালিস্ট হিসেবে চাকরি নিয়েছিলেন। সেখান থেকে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করতে। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯৮৫ সালে তাকে আটক করেছিল যুক্তরাষ্ট্রের সরকার।