যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা প্রধানরা বলেছেন, এখনো ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় সামরিক বাহিনীর কোন ভূমিকা থাকা উচিত নয়।
যুক্তরাষ্ট্রের দশজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী রোববার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মতামতে জানিয়েছেন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর আটকাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় সামরিক বাহিনীর কোনও ভূমিকা রাখা উচিত নয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
ওই দশজনের মধ্যে নভেম্বরে ট্রাম্প দ্বারা বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার, ট্রাম্প প্রশাসনের আরেক প্রতিরক্ষা প্রধান জেমস ম্যাটিস, জর্জ বুশের সময়ের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও রয়েছেন। তারা বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ৩রা নভেম্বরের নির্বাচনে হেরেছেন এবং বাইডেন ২০শে জানুয়ারি তার জায়গা নেবেন এটা মেনে নেয়ার সময় এসেছে। আমাদের নির্বাচন হয়ে গেছে। ভোট পুনর্গণনা এবং নিরীক্ষাও হয়েছে। আদালত যথাযথ চ্যালেঞ্জগুলো তদন্ত করেছে। গভর্নররা ফলাফল সত্যায়িত করেছেন এবং ইলেক্টোরাল কলেজও ভোট দিয়ে দিয়েছে। ফলাফল নিয়ে প্রশ্ন তোলার সময় পার হয়ে গেছে।
দশজনের ওই দলটি বর্তমান ভারপ্রাপ্ত পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলারকে ট্রাম্পের প্রেসিডেন্ট থেকে যাওয়ার প্রচেষ্টায় ভূমিকা রাখা থেকে বিরত থাকতে এবং ডেমোক্র্যাট প্রশাসনকে ক্ষমতা গ্রহণে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে।।