গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কানাডা বিএনপি’র উদ্যোগে টরেন্টোতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহান খন্দকার। সভা পরিচালনা করেন জাকারিয়া রশিদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ জসিম উদ্দীন আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রব চৌধুরী। সভায় বক্তব্য রাখেন রেশাদ চৌধুরী, মিসেস মালিহা মনসুর, নুরুল ইসলাম, জাকির খান, এস তপন মাহমুদ, মাহবুব চৌধুরী রণি, ডঃ সিরাজুল হক চৌধুরী, রাসেল সিদ্দীকি, এম এইচ মামুন, মইন চৌধুরী, শহিদুর রহমান, আবু জহির মোঃ সাকিব, মেহেদী ফারুক, মোঃ মকবুল হুসেন, মাশরুল হোসেন রিপন, আব্দুল মান্নান সহ আরো অনেকে।
সভায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার ৪৯ বছর পরও দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বর্তমান স্বৈরাচারী সরকার মধ্যরাতের প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। খুন, ধর্ষণ, ণ্ডমসহ নানারকম নির্যাতনে জাতি আজ দিশেহারা। ভারতীয় সেবাদাস এই সরকারের হাতে আজ দেশের সার্বভৌমত্বও হুমকির সম্মুখিন। অবিলম্বে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই লুটেরা দুর্নীতিবাজ সরকারের উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনবে।