ক্যালিফোর্নিয়ার আইনসভায় একজন মুসলিমকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্মানজনক এই পদে ইতিহাস রচনা করলো ক্যালিফোর্নিয়া।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিয়োগ পাওয়া ওই মুসলিম ইমামের নাম মোহাম্মদ ইয়াসির খান। গত ৭ ডিসেম্বর আইনসভায় প্রথম ইমাম হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২১ থেকে ২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তার কাজ হবে প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা।
রাজ্য আইনসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তিনি তার রাজ্যে ইসলামের বৃদ্ধি দেখেছেন। খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন এবং সেই প্রেক্ষিতেই ইয়াসির খানকে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ইয়াসির খান সিএনএনকে বলেন, তার এ দায়িত্ব মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরো কাছাকাছি আসার সুযোগ করে দেবে।
আল্লাহ তাকে এখানে নিয়ে এসেছেন জানিয়ে তিনি বলেন, আশা করি এটি দেশের অন্যান্য ইমাম ও ইসলামী নেতাদের পদ গ্রহণের জন্য একটি পদক্ষেপ হবে এবং আমি এই ভূমিকার জন্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‘মার্কিন মুসলিম সম্প্রদায়ের মাঝে এই ধারণা বিকাশ করানো যে, তারা সকলে আমেরিকান এবং এটাই তার জীবনের অন্যতম উদ্দেশ্য’ জানিয়ে আইনসভার সদ্য নিয়োগপ্রাপ্ত এই ইমাম বলেন, মুসলমানরাও যেন মার্কিন সমাজে অবদান রাখতে পারে এবং দারিদ্র্য দূর করার বিষয়ে যথাযথ পদক্ষেপ রাখে।
‘সহকর্মী মার্কিনীদের দেখাতে চাই, মুসলমানরা যা করে তা আন্তরিকভাবেই করতে চায়। সবার জন্য বিশ্বকে আরো ভালো জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমানরা আমেরিকাতে বসবাসকারী মাত্র একটি সম্প্রদায় নয়, বরং সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ।’