মঙ্গলবার (৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।এর আগে বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা, এমএইচআরএ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যেই চার কোটি টিকার জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে দুই কোটি মানুষকে টিকা দেয়া যাবে। জনপ্রতি দুইটি করে ডোজ দেয়া হবে।