মাহবুবুর রব চৌধুরী – টরন্টো। বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা বৃহৎ বাজেটের আদমশুমারি হতে যাচ্ছে এবার।
১৭৬১.৭৯ কোটি টাকার বাজেট যা গত ২০১১ থেকে – ১৫২৪.৭৯ কোটি টাকা বেশি। গতবার বাজেট ছিল ২৩৭ কোটি টাকা ।
*
লক্ষণীয় বিষয়টি হল – এনিয়ে বিশেষ কোন আলোচনা আয়োজন , সাড়া শব্দ নাই।
সময় আছে মাত্র এক মাস। জানুয়ারি ২ / ২০২১ থেকে ৮ / জানুয়ারি/ ২০২১ পর্যন্ত সপ্তাহ জুড়েই এটি হবার কথা।
*
১৯৫১ সাল থেকে ২০১১ সাল-এই সময় কালে দশ বছর পর পর, নিয়ম মেনেই বাংলাদেশে ৭ টি সেন্সাস ( আদমশুমারি )- হয়েছে।শুধু মাত্র মহান মুক্তি যুদ্ধের বছর হওয়াতে ১৯৭১ এর পরিবর্তে তা ১৯৭৪ এ’ গণনা হয়।
*
বড় বাজেটের বাইরে দৃশ্যত – আরো বেশ কিছু বেতিক্রমী বিষয় ঘটতে যাচ্ছে এবার।- এর ক্রিয়া প্রতি ক্রিয়া কি হতে পারে – সে বিষয় গুলি পর্যালোচনা করে দেখা যাক।
*
Bangladesh সেনসাস 2021 will be different from the previous censuses , for the first time it will include foreigners staying in Bangladesh. As well as expatriate Bangladeshis .
*
বাংলাদেশে ১৯৫১ থেকে ২০১১ পর্যন্ত – গত সাতটি আদমশুমারির চিত্রে দেখা যায় বাংলাদেশে গড়ে প্রায় ২ % হারে হিন্দু জন সংখ্যা কমছে । চিত্রঃ টি এইরূপ।
*
A = বাংলাদেশের আদমশুমারি ও হিন্দু জনসংখ্যার শতকরা হার ।
*
১৯৫১ সালে ২২%
১৯৬১ সালে ১৮.৫%
১৯৭৪ সালে ১৩.৫%
১৯৮১ সালে ১২.১%
১৯৯১ সালে ১০.৫%
২০০১ সালে ৯.২%
২০১১ সালে ৮.৩%
*====================================
*
এই ক্রমহ্রাসমান পরিসংখ্যান কে কিছু হিন্দু সংগঠন এবং তাদের প্রভাবিত আরো কয়েকটি সংগঠন বিষয়টিকে বাংলাদেশে – হিন্দু নির্যাতনের প্রমান হিসাবে তুলে ধরেন। তুলে ধরতে চান।
====================================
আসলেই কি বিষয়টি এরূপ সরল ?এই একই সময় হিন্দু জন সংখ্যার গড় ক্রমহ্রাসমান ধারা পশ্চিম বাংলায় কি ভাবে হয়েছে সেটিও এখানে চার্টে আমরা দেখতে পাই। – গত ৭ টি শুমারি অনুসারে ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যার হার ।
.*
১৯৫১ সালে ৭৮.৪৫%
১৯৬১ সালে ৭৮.৮০%
১৯৭১ সালে ৭৮.১১%
১৯৮১ সালে ৭৬.৯৬%
১৯৯১ সালে ৭৪.৭২%
২০০১ সালে ৭২.৪৭%
২০১১ সালে ৭০.৪৩%
.*
উপরের দুই পরিসংখ্যানে দেখা যাচ্ছে , ১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৬০ বছর সময়ের মধ্যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে ২২% থেকে ৮.৫% এ নেমে এসেছে । অন্যদিকে একই সময়ে পশ্চিমবঙ্গে হিন্দুদের জনসংখ্যা ৭৮.৪৫% থেকে ৭০.৫৩% এ নেমে এসেছে ।পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ক্রম হ্রাস গড়ে ১% এর কিছু উপরে।
.
পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা কেন কমে যাচ্ছে ? কি কারনে ?
এ বিষয়টি ‘ পর্যলাচনা , বিষশ্লেষণ প্রয়োজন । মুসলিম হিন্দু সম্প্রীতি রক্ষায়ও এটি সবার জানা থাকা জরুরি।
*
বাংলাদেশে হিন্দু সংগঠন -হিসাবে – ইসকন ,বঙ্গভূমি হিন্দু সমিতি। বিশ্ব হিন্দু পরিষদ , নিম্ন বর্ন হিন্দু জোট , হিন্দু , বৌদ্ধ খ্রিস্টান ঔক্য জোট ছাড়াও বিভিন্ন গ্রূপ আছে।
মাঝে মধ্যে এদের কেউ কেউ আবার পৃথক নির্বাচনের কথা প্রচার করছে , জনৈক গোবিন্দ প্রামাণিক, এবিষয়টি নিয়ে ইউ- টিউব’ সহ ইলেক্ট্রনিক মিডিয়াতে তার বক্তব্য রেখেছেন। এখন থেকেই তারা হিন্দু জনসংখ্যার হার বৃদ্ধি করে দেখাবার লবি বিভিন্ন ভাবে শুরু করেছে।
*
আগামীতে এটা আরো জোরদার হবে বলেই ধারণা। *
*
তুলনা মূলক ভাবে বিশ্বে মুসলিম শিশু জন্ম হার বেশি । মুসলিম গড় হারে বৃদ্ধি তাই স্বাভাবিক।দেশে সরকার ও প্রশাসনের অনেক গুলি গুরুত্ব পূর্ন বিভাগ নিজেদের দুর্বলতা , অক্ষমতা এবং বিভিন্ন মুখী চাপে তাদের করা কর্ম -দায়িত্ব সুষ্ঠ , সুন্দর , স্বচ্ছ ও সঠিক ভাবে করতে পেরেছেন বলে দেশের জনগণ মনে করে না। আগামী ২০২১ এর আদমশুমারিটি যেন – বিতর্কিত না হয়।
*
20 মাইল স্পীডে ছুটে চলা একটি ঘোড়ার পক্ষে একই গতিতে চলে. -তার সামনে ছুটে চলা ৩০ মাইল স্পীডের ঘোড়াটিকে ছোয়া বা অতিক্রম করা বাস্তবে অসম্ভব,অবাস্তব। ২০২১ এ বাংলাদেশের -পরবর্তী সেন্সাসএ – যদি এইরূপ ঘটনা দেখান হয় তবে তা হবে এক নুতন অসম্ভব,অবাস্তব কাহিনী।
*
লক সিস্টেম তুলে দেওয়া তে – শেয়ার মার্কেটের যে অবস্থা
বিদেশিদের দেশি 2021- Census Bangladeshe – এ অন্তর ভুক্ত করে
ভবিষ্যতে ও রকম – কিছু ঘটনা – ঘটানর পথ তৈরী হচ্ছে না ত ?
*
গুরুত্ব পূর্ন জাতীয় এ বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে খোলা মেলা স্বচ্ছ আলোচনা হওয়া জরুরি।
মাহবুবুর রব চৌধুরী – টরন্টো।