অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন শের ই বাংলা কৃষিবিশ্ববিদ্যালয়, ঢাকা’র প্রাক্তন উপাচার্য জনাব ড. এ এম ফারুখ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন Ontario Provincial Perliament এর Member মিস ডলি বেগম, আন্তর্জাতিক ধান গবেষনা কেন্দ্রের প্রাক্তন বাংলাদেশ প্রতিনিধি জনাব ড. এম জয়নুল আবেদিন, এবং বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান জনাব ড. কবির ইকরামুল হক। অতিথি বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক জনাব ড. মো: আজিজুর রহমান।
অতিথিদের পরিচয় শেষে সংগঠনের Vice President জনাব ড. আনোয়ার হোসেন BAU Alumni Canada এর উদ্দেশ্য এবং পটভূমির সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন।BAU Alumni Canada এর উদ্দেশ্য হিসাবে সামাজিক এবং professional সংযোগ, নতুন অভিবাসীদের Settlement এর সহযোগিতা, বাংলাদেশ কৃষিবিশ্বিবদ্যালয়ের মেধাবী এবং দরিদ্র ছাএদের জন্য Scholarship program প্রনয়ন ইত্যাদি প্রাধান্য পায়।
জনাব ড. কবির ইকরামুল হক কানাডা-বাংলাদেশের যৌথ উদ্যোগে গবেষনা হাতে নেয়ার উপর বিশেষ গুরুত্ব দেন, এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষে সহযোগিতার আশ্বাস দেন।
প্রবীণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষিবিজ্ঞানী জনাব ড. জয়নুল আবেদিন পরস্পরের প্রতি সম্প্রীতি বৃদ্ধির উপর বিশেষ জোর দেন এবং মিস ডলি বেগম MPP কে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের graduates দের বিভিন্ন barrier মুক্ত করে সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ সৃষ্টির উপর তাগিদ দেন।
মিস ডলি বেগম মধ্য রাত পর্যন্ত কৃষিবিদদের এ সম্মেলনে ধৈর্য সহকারে একান্ত যোগদানে বিশেষ প্রশংসা করেন এবং পার্লামন্টারী কৃষি বিষয়ক কমিটিতে বাংলাদেশী কৃষিবিদদের কানাডিয়ান ফার্মিং এবং অন্যান্য সম্ভাব্য কৃষি পেশায় সংযুক্তির বিষয়ে কথা বলে অতিশীঘ্রই আমাদের আমন্ত্রণ জানাবেন বলে আশ্বস্ত করেন।
বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় এর উদ্যান তও্ব বিভাগের অধ্যাপক জনাব আজিজুর রহমান BAU Alumni কানাডা’র এ ধরনের সম্মেলনের বিশেষ প্রশংসা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তাঁকে আমন্এন জানানোর জন্য সংগঠকদের ধন্যবাদ জানান।তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় দিবস গুলো নিয়মিতভাবে পালনের জন্য উৎসাহিত করেন।কানাডায় কমিউনিটি গার্ডেনে কৃষিবিদদের সম্পৃক্ততার প্রশংসা করেন। বিশেষ দক্ষতা সম্পন্ন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কৃষি গবেষনাসহ ও শিক্ষকতা এবং টেকনিক্যাল কাজে অবদান রাখার আহ্বান জানান। সেই সাথে গ্যাজুয়েটদের বাংলাদেশের সাথে যৌথভাবে প্রকল্প গ্রহনের উপর গুরুত্ব দেন।
সংগঠনটির পরিচালক মেম্বারশীপ, ইন্জিনিয়ার জাহিদ খান সবুজ BAU Alumni in Canada’র পটভূমির ব্যাখ্যা দিয়ে বলেন, ইতোপূর্বে অনেকই এ সংগঠনটি সংগঠিত করতে ব্যার্থ হয়েছে। পরবর্তিতে, ২০১৫ সালে BAU Alumni Canada’র সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ কুতুব উদ্দিন শামীমের অক্লান্ত প্রচেষঠায় বর্তমানে এটি পুর্নাংগ রুপ পায় এবং ফেডারেল গভার্মেন্ট থেকে অনুমোদন পায়।
পরিশেষে, BAU এলামনাই এবং সভার সভাপতি ইন্জিনিয়ার রাসেল সিদ্দীকি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।