সমুদ্র ও মৎস্যবিষয়ক মন্ত্রী এ ডি প্রাবৌ এবং তার আইনপ্রণতা স্ত্রীকে বুধবার গ্রেপ্তার করেছে দুর্নীতিবিরোধী সংস্থা। চিংড়ির পোনা রপ্তানি করা নিয়ে এক দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে বুধবার জাকার্তা বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা যুক্তরাষ্ট্র থেকে ফিরছিলেন। এর আগে আরও ১৫ জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এদিন ভোরে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকক পোস্ট
করাপশন ইর্যাডিকেইশন কমিশন (কেপিকে) জানিয়ে, চিংড়ির মজুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত এটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ছিলো। কিন্তু তা অমান্য করে রপ্তানি করার অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা লোকজনের মধ্যে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেমন রয়েছেন, তেমনি আছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রয়টার্স
নিজ মন্ত্রিসভার একজন সদস্যকে গ্রেপ্তার করা প্রসঙ্গে প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, দুর্নীতি দমন কমিশনের কাজে তার সরকারের সমর্থন আছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার করে প্রেসিডেন্ট উইদোদো ২০১৪ সালে নির্বাচিত হন। পরে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন সুপরিচিত রাজনীতিবিদকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়। তার শাসনামলে দেশটির দুর্নীতিবিরোধী কমিশন দুর্বল হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। এবিসি
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, প্রাবৌর বিষয়ে চলমান আইনি প্রক্রিয়াকে শ্রদ্ধা দেখাবে তারা। ২০১৯ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ১৯৮টি দেশের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার অবস্থান ছিল ৮৫তম।আস