মার্কিন নির্বাচনের বেশিরভাগ অঙ্গরাজ্যের ফল চলে এসেছে। ইলেক্টোরাল কলেজগুলোর হিসেবে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে থাকা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের দাবি, জয়ের পথেই আছেন তারা।
মঙ্গলবার ভোট গণনার রাতে নিজ শহর ডেলাওয়ারে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে বাইডেন বলেন, “আমাদের বিশ্বাস, এই নির্বাচনে আমরা জয়ের পথে আছি।”
নির্বাচনের ফল পেতে দেরি হতে পারে বলেও জানালেন ৭৭ বছর বয়সী বাইডেন, “হয়তো আগামীকাল সকাল লেগে যেতে পারে, এর বেশি সময়ও লাগতে পারে।”
তবে জয় পাওয়ার ব্যাপারে পুরো আত্মবিশ্বাসী বারাক ওবামার আমলের ভাইস-প্রেসিডেন্ট বাইডেন। ফের বলেন, “এই নির্বাচনে আমরা জয়ের পথে আছি।”
“তবে প্রত্যেকটা ভোট-ব্যালট গণনা করার আগ পর্যন্ত লড়াইটা শেষ হচ্ছে না। উইসকনসিন ও মিশিগানের ফল আমাদের ভালো অনুভূতি জোগাচ্ছে।”
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে নির্বাচনের ফলাফলের আপডেটে জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৪৭ টি ইলেক্টোরালের মধ্যে ২৩৭ টি গেছে বাইডেনের ঘরে, ২১০ টি পেয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, ২৭০টি।