
আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ব্যাবস্থাপনায় আমরা রিচমন্ডহিল মুসলিম সেমেট্রিতে প্রায় তিনশো কবরের সমন্বয়ে একটি বাংলাদেশী গোরস্থান ক্রয় করতে পেরেছি এবং ভবিষ্যতে এটি যে আরো বড় হবে তাতে কোনো সন্দেহ নেই । আল্লার সাহায্য আর সকলের এগিয়ে আসাতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হয়েছে ।
এই দাফন কাফনের কাজ করতে গিয়ে একটি জিনিসের প্রচন্ড অভাব অনুভব করেছি তা হলো নিজেদের না থাকা একটি ফিউনারেলে হোম।প্রিয়জনের মৃত্যুর পর তাদের শেষ বিদায়ের আয়োজনে আমাদের দৌড়াতে হয় ভিনদেশি দ্বারা পরিচালিত বিভিন্ন ফিউনারেল হোমের কাছে।অবশ্যই তা দোষের কিছু নয়, তবে আমাদের কালচারে প্রিয়জনের শেষ বিদায়ে আমরা যে ভাবে সম্মান ও যত্ন সহকারে দাফন কাফন দেখে এসেছি তার কমতি কিন্তু বোধ করছি।টরন্টোতে আজ পর্যন্ত বাংলাদেশীদের দ্বারা পরিচালিত কোনো ফিউনারেল হোম নেই। কমিউনিটি হিসেবে আমাদের কমতি কিসে? আমরা, আমাদের ছেলে মেয়েরা অন্য দশটি কমিউনিটির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি এবং মাশাআল্লাহ্ ভালই করছি, তা হলে আমরা কেনো পারবোনা নিজেদের জন্য একটি ফিউনারেল হোম করতে? মাত্র কয়েক সপ্তাহের প্রচেষ্টায় যদি একটি গোরস্থান করা যায় তা হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বাংলাদেশী ফিউনারেল হোম করা যাবে বলেই আমরা বিশ্বাস করি।
বাংলাদেশি কমিউনিটির নিজস্ব একটি ফিউনারেল হোম এখন সময়ের দাবি, আর সেই দাবি বুকে ধারন করে আমরা সমপূর্ন বাংলাদেশীদের দ্বারা পরিচালিত আমাদের নিজস্ব একটি ফিউনারেল হোম করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। স্বজন হারানোর প্রচন্ড দুখের দিনে কোনো পরিবারকে যেনো দাফন কাফন নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় সেই একচিলতে স্বস্তির স্থান হবে আমাদের এই ফিউনারেল হোম এমনই স্বপ্ন দেখছি আমরা। অতীতের সকল কাজে আপনারা যে ভাবে এগিয়ে এসেছিলেন আমাদের বিশ্বাস এবারও আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আপনারা সবাই এগিয়ে আসলে মহান রবের কৃপায় অবশ্যই আমরা আমাদের জন্য এই শহরে একটি ফিউনারেল হোম করতে পারবো।
বিস্তারিত জানতে ও পরামর্শ প্রদানে যোগাযোগ করুন:
খসরুজ্জামান চৌধুরী দুলু -416- 897-9184
কোহিনূর ইসলাম তানবীর – 647-501-0249
নিজাম এনায়েত হোসেন এনু – 416-200-8698