সরকারি নির্দেশনা মেনে দুর্গোৎসব পালনের আহ্বান নৌ প্রতিমন্ত্রীর

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। কেননা এই বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বের অনেক উন্নত দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রীর সাহসিকতার সঙ্গে করোনাভাইরাস মোকাবেলা করায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত বোচাগঞ্জের ৮২টি পূজামণ্ডপে সরকারি জিআর এর টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার পথে আছি। দরিদ্র দেশ থেকে আমরা আজ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি। আগামীতে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে রূপান্তর করে সবাই মিলে আনন্দ উৎসব করব। তিনি পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে এবারের দুর্গা উৎসব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।

 

পরে প্রধান অতিথি জিআর এর অনুদান থেকে প্রত্যেকটি পূজামণ্ডপকে ১৮ হাজার ও পুরোহিতদের ২ হাজার টাকা ও শাড়ি, ধুতি বিতরণ করেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র রায়, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী সহ-সভাপতি ও পৌর মেয়র মো. আব্দুস সবুর, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ