রাজীব আহসান, কানাডা
কানাডা-আমেরিকার সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
কোভিড-১৯ মহামারীর কারণে সীমান্ত বন্ধ হওয়ার সাত মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই সীমান্ত খুলে দেয়ার পক্ষে নন।
কানাডা-মার্কিন সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল; তবে কানাডার সরকার সোমবার ঘোষণা করেছে- কমপক্ষে আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
কারণ কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৯৭০ জন, মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯৯ জন।