বাথরুমে গোসল করতে গিয়ে হঠাৎ বাচ্চা প্রসব করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা সবিতা ডুকরাম। পরের কাণ্ডটি যে কেউ সহজে মেনে নিতে পারবে না। কিন্তু তাই করেছেন সবিতা। নিজের সদ্যজাত বাচ্চাকে বাথরুমের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন তিনি। তাৎক্ষণিক কান্নার আওয়াজ শুনে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালেন নিয়ে যান প্রতিবেশীরা।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা সবিতা ডুকরাম গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করেন। গোসল করার সময় হঠাৎই প্রসব বেদনা উঠলে তিনি ভড়কে যান। কী করবেন বুঝতে না পেরে নিজের সদ্যজাত শিশুকে বাথরুমের জানাল দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন।
সবিতার ভাষ্য, হঠাৎ বাচ্চা প্রসব হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। এতে যে ভুল করেছি তার জন্য আমি দুঃখিত।
পুলিশকে সবিতা বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আমি কোনো কিছু স্থির করতে পারছিলাম না। আমি আমার বাচ্চাকে পর্যন্ত দেখিনি। কাপড়গুলো লন্ড্রিতে দিতে বাথরুমে রেখে দিয়ে গোসল করে শুয়ে পড়ি।
চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। স্কাল ফ্র্যাকচার হওয়ার পাশাপাশি বাচ্চাটির মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে।
এদিকে মা সবিতার বিরুদ্ধে নিজের বাচ্চাকে হত্যার চেষ্টায় মামলা রুজু হয়েছে।