ভারতের যোগগুরু বাবা রামদেম হাতির পিঠে বসে যোগ আসন করতে গিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হয়েছেন। এ সংক্রান্ত ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। খবর জি-নিউজ।
প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের যোগগুরু রামদেব গত সোমবার (১২ অক্টোবর) মাথুরার রমনারতি আশ্রমে একটি হাতির পিঠে চড়ে যোগাসন করছিলেন। এ সময়ে হঠাৎ তিনি হাতির পিঠ থেকে পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন।
জানা যায়, তিনি হাতির পিঠে চড়ে তার শিষ্যদের যোগ শিখাচ্ছিলেন। তখন দৃশ্যটি উপস্থিত কেউ ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, একটি সুসজ্জিত হাতির পিঠে দুই হাত মাথার ওপরে রেখে আসনে বসেছেন বাবা রামদেব। একটু পর হাতিটি নড়াচড়া করে ওঠে। আর তখনই পড়ে যান এই যোগগুরু।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এটা নিয়ে মজা করেছেন।
নিমো চৌধুরী নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটারে দিয়ে লিখেছেন, ‘ব্রেকিং: হাতির পিঠে বসে যোগ আসন করতে গিয়ে পড়ে গেলেন বাবা রামদেব। তিনি মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন। তাকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’