মন্ট্রিয়লে পার্ক এক্সে বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী মার্শে স্বদেশকে লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল ডিব্বা নিক্ষেপ করে গতকাল । ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে দরজাটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়।
তবে কেউ আহত বা সন্দেহভাজনকে গ্রেপ্তার করেনি বলে সার্ভিস ডি পুলিশ দে লা ভিলে দে মন্ট্রিয়ালের (এসপিভিএম) জুলিয়ান লাভেস্ক জানিয়েছেন।
মামলাটি এসপিভিএমের অগ্নিসংযোগ উপর ন্যস্ত করা হয়েছে, যার তদন্তে এই ঘটনাটি ঘিরে সঠিক পরিস্থিতি নির্ধারণ করা হবে।
বাংলাদেশী কমিউনিটিতে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সবাই যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বের করার উপর গুরুত্ব মত প্রকাশ করেন।