বিচারপ্রার্থী একজন মুসলিম নারীর হিজাব নিয়ে মন্তব্য করায় কানাডার কুইবেকের একজন বিচারক ক্ষমা প্রার্থনা করেছেন।
রানিয়া আল আলাউ
তিনি আদালতে একজন মুসলিম নারীর হিজাবকে হেট ও সানগ্লাস পরিধানের সঙ্গে তুলনা করেছিলেন।
২০১৫ সালে রানিয়া আল আলাউয়ের মামলাটি প্রত্যাখ্যান করেছিলেন বিচারক এলিয়ানা মারেঙ্গো। রানিয়া তাঁর হিজাব না সরিয়ে নিজের গাড়িটি ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
বিচারকদের শৃঙ্খলা নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য কুইবেক কাউন্সিল অব দ্য ম্যাজিস্ট্রেচার’ বিচারককে ক্ষমাপ্রার্থনার নির্দেশ দেন। ফলে বিচারক নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
বিচারক স্বীকার করেছেন আলাউয়ের হিজাব সরানোর নির্দেশ দিয়ে এবং তাকে অন্যান্য (হেট ও সানগ্লাস) জিনিসের সঙ্গে তুলনা করে ভুল করেছিলেন। এক বিবৃতিতে বিচারক বলেন, ‘হেট ও সানগ্লাসের সঙ্গে তুলনা করে আমার উদ্দেশ্য ছিল আদালত কক্ষে সাধারণভাবে সাজসজ্জ্বার পালনের রীতি-নীতির স্পষ্ট করা। তা দিয়ে কোনো ব্যক্তি বা কারো বিশ্বাসকে অসম্মান দেখানো উদ্দেশ্য ছিল না।’
অন্যদিকে আলাউ বলেছেন, তিনি বিচারকের ক্ষমা প্রার্থনা করেছেন। কেননা তাঁর ধর্মবিশ্বাস তাঁকে ক্ষমা করতে শেখায়।