ইলিয়াস মাহমুদ নীরব
পোষাক নিয়ে তো অনেক বাঙ্গালীয়ানার বিতর্ক হলো। এই ছবিতে কি বাঙালি নারীর পোষাক খুঁজে পাওয়া যায়? অথবা বাঙালি আবেগ? নেচে-গেয়ে, দাঁত কেলিয়ে হেঁসে তারা প্রতিবাদ করতে এসেছেন তাদের একজন নারী সহযাত্রীর মৃত্যুর!
ভাবতে পারেন?? বাঙালি আজকাল উল্লাস করে সহকর্মীর মৃত্যুর প্রতিবাদ করে??
ছবিটি বিভিন্ন পেজে আসছে একথা ক্যাপশন দিয়ে যে ঘটনার মুহূর্তগুলো একি স্থানের! যদি সেটা সত্য হয় তা হলে নতুন করে ভাবার আছে অনেক।
এমন একটা অসুস্থ বিকৃত প্রজন্ম তৈরি হচ্ছে যারা নানার মৃত লাশের সাথে সেলফি তুলে, গোরস্থানে বসে প্রিয়ার কোলে মাথা রেখে করে চৌর্যবৃত্তি! কবরে লাশ নামাতে গিয়ে করে টিকটক ভিডিও!
বাসায় বদ্ধরুমে করোনা পজেটিভ বাবা মা’কে রেখে পাশের রুমে বসে সন্তান ব্যাস্ত গাঢ় মেকাপ নিয়ে লাইকির বিকৃত ভিডিও তৈরিতে….!
ভাবতে পারেন, আপনার আমার জন্য কি অপেক্ষা করছে?? সচেতন হোন, আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব সংস্কৃতি অনেক সমৃদ্ধ। পশ্চিমকে ফলো করার দরকার নেই। ওরা ধনি হয়েছে আমাদের সম্পদ লুটপাট করে। ওরা এখনো বিশ্বের নানান দেশ থেকে লুটপাট করেই ওদের অর্থনীতির চাকা চালায়।
আমাদের অর্থ সম্পদ, সংস্কৃতির কোনটারই অভাব ছিল না, এখনো সবই আছে। যাস্ট নিজেদেরকে খুঁজে পেলেই হবে।
এই বাংলা এই উপমহাদেশ এক সময় গোটা বিশ্বের আগ্রহের কেন্দ্র বিন্দু ছিল। আমাদের অর্থ সম্পদ থেকেই আজকের পশ্চিমারা ব্যবসা বাণিজ্য করে খেতো।
লেখক: ব্লগার, গণমাধ্যমকর্মী