গত ৬ই সেপ্টেম্বর রবিবার স্কারবরোর করভেট জুনিয়র স্কুল মাঠে টরন্টোয় বসবাসকারী বাংলাদেশী-কানাডীয়ানদের নিয়ে প্রতিবারের মতো এবারও দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কমিউনিটি থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় লক্ষণীয় ছিল বেশ কিছুসংখ্যক তরুণদের অংশগ্রহণ, যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ইতিবাচক বলে অর্গানাইজাররা মনে করছেন।
নকআউট ভিত্তিক প্রতিযোগীতায় প্রতিটি খেলা ছিল উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকরতার মধ্য দিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় আস-সালাম রয়্যাল’স এবং টরন্টো নাইট’স ক্রিকেট ক্লাব।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় আস-সালাম রয়্যাল’স টরন্টো নাইট’স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরষ্কার বিতরণী পর্বে টরন্টো বাংলাদেশী-কানাডীয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, স্কারবরো সাউথ-ওয়েষ্ট এমপিপি ডলি বেগম, বিয়ানীবাজার সমিতি কানাডা ইনক-এর সাবেক সভাপতি জনাব, আখলাক হোসেন, ভোরের আলো সম্পাদক জনাব, আহাদ খন্দকার, ব্যারিস্টার রিজোয়ান রহমান, বিজয় ব্যাজ প্রবর্তক জনাব, বেলায়েত চৌঃ রিপন, বিশিষ্ট সমাজসেবক জনাব, মকবুল হোসেন মনজু, সমাজসেবক জনাব, এজাজ খান, এ্যাডভোকেট আব্দুল মালিকসহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, মিলাদ চৌঃ ও গোলাম এমরান সুমন। পরিশেষে, অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে মিলাদ চৌঃ, গোলাম ইমরান সুমন, এপলু সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার সমাপ্তি করেন।