আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে বার বার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার হুমকিও দিয়েছে দুই দেশ। এ সবের মাঝেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই বৈঠক উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডর্সও। তখন সারার রূপে মোহিত হয়েছিলেন কিম জং উন। সারাহ’র নতুন বইতে সে সময়কার একটি ঘটনা তুলে ধরেছেন তিনি।
২০১৮ সালের ওই সম্মেলনে ট্রাম্প, কিম এবং তাদের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারাহ তার বইয়ে বৈঠকের স্মৃতিচারণ করে বলেন, ‘সম্মেলনে আলোচনায় অনিচ্ছতা সত্ত্বেও ট্রাম্পের কাছ থেকে একটি টিক ট্যাক মিন্ট (চকলেট) নিয়েছিলেন কিম। তখন নাটকীয়ভাবে একটি চকলেট বাতাসে উড়িয়ে দেন ট্রাম্প। কিমকে নিশ্চিত করেন এটি শ্বাস-প্রশ্বাস পরিষ্কার করার একটি চকলেট। বিষ নয়।
পরে কিম-ট্রাম্প নারীদের ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার বিষয়ে কথা বলেন। ওই সময় সারাহ লক্ষ্য করেন, কিম তার দিকে অপলক তাকিয়ে আছেন। বলেন সারাহ স্যান্ডার্স।
‘আমাদের চোখাচোখি হয়েছে। কিম মাথা নেড়েছেন। আমাকে ইঙ্গিত দিয়েছেন।’ সারাহ বলেন, আমি হতবাক হয়ে যাই। তৎক্ষণাত আমি চোখ নামিয়ে নেই এবং তাদের আলোচনার নোট নিতে থাকি।
তিনি বলেন, আমি ভাবছিলাম, কী হয়ে গেল এটা। নিশ্চিতভাবে কিম আমাকে উদ্দেশ্য করে এমন করেননি তো?
সারাহ বলেন, তারা পরে প্রেসিডেন্সিয়াল লিমুজিনে করে যাচ্ছিলেন। সেখানে ট্রাম্প, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন ক্যালি ছিলেন। তিনি কিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তাদের জানান। সারাহ বলেন, তখন ট্রাম্প বলেন, কিম তোমাকে চাচ্ছে। সে তোমাকে একান্তেই চাচ্ছে। উত্তরে সারাহ বলেন, দয়া করে এসব বন্ধ করেন স্যার।
‘ঠিক আছে সারাহ। এটা সিদ্ধান্ত, তুমি উত্তর কোরিয়া যাচ্ছো। আমাদের দলের জন্য কিছু করবে।’ বলেন ট্রাম্প। বইতে সারাহ উল্লেখ করেন। সারা বলেন, ট্রাম্প বলেছেন, তোমার স্বামী সন্তানেরা তোমাকে মিস করবে। কিন্তু তুমি আমাদের দেশের নায়েক হয়ে যাবে।
সারাহ বলেন, এটা বলে ট্রাম্প এবং ক্যালি চিৎকার করে হাসছিলেন।