প্রধান বিচারপতিকে নিয়ে পোস্ট, ক্ষমা চাইলেন আইনজীবী

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য পোস্ট করায় ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চ্যুয়াল বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন তিনি ।

এসময় এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামী রবিবার দিন ধার্য করেন আপিল বেঞ্চ।

গত ১২ আগস্ট ফেসবুকে ওই পোস্টকে আমলে নিয়ে সৈয়দ মামুন মাহবুবকে তলব করা হয়। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না- তা-ও জানতে চাওয়া হয়।

সীমিত পরিসরে উচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্তকে ‘প্রধান বিচারপতির হটকারিতা’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্ক ছড়ান সৈয়দ মামুন।

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ