ভোরের আলো ডেষ্ক: প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ এয়ারওয়েজ। এদের মধ্যে ৬ হাজার কর্মী স্বেচ্ছায় এবং ৪ হাজার কর্মীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হচ্ছে। খবর স্কাই নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে প্রকাশিত ছয় মাসের প্রতিবেদনে এটা পরিষ্কার যে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ আমাদের ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যতগুলো চাকরি রক্ষা করা যায়। তবে পাইলটরা গত মাসে বিমান সংস্থার সাথে একটি আউটলাইন চুক্তিতে পৌঁছেছিল।
উল্লেখ্য, ব্রিটিশ এয়ারওয়েজের মালিক ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ গত এপ্রিল মাসে ঘোষণা করেছিল, করোনভাইরাসের কারণে তারা তাদের মোট ৪২ হাজার কর্মীর মধ্যে ১২ হাজার কর্মী ছাঁটাই করবে।