ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে যুক্ত করে পাকিস্তানের একটি ‘নতুন মানচিত্র’ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারত এই অঞ্চলের স্বায়ত্তশাসন প্রত্যাহারের একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রথম বার্ষিকীর একদিন আগে আজ মঙ্গলবার ইমরান খান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে সঙ্গে নিয়ে এ নতুন মানচিত্রের প্রকাশ করেন বলে জানায় সংবাদমাধ্যম ডন।
এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের অনুমোদনের পর এটিই “সরকারি মানচিত্র” হবে। দেশের স্কুল-কলেজে এই মানচিত্র ব্যবহৃত হবে।’
গত বছর ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। ভারতের সে সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নতুন এই মানচিত্র তৈরি করা হয়েছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীসভা এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব এই নতুন মানচিত্রকে সমর্থন করেছে।’
তিনি বলেন, ‘কাশ্মীরের সমস্যা কেবল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত অনুসরণ করেই সমাধান করা যাবে। সেখানে কাশ্মীরি জনগণকে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের দেওয়া তাদের সে অধিকার এখনও বাস্তবায়ন হয়নি। আমরা স্পষ্ট করে বিশ্ববাসীকে জানাতে চাই যে সেটাই একমাত্র সমাধান।’
‘সরকার এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে,’ বলে যোগ করেন তিনি।
পাকিস্তানের মানচিত্রে নতুন এ পরিবর্তন উপস্থাপন করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশাসনিক মানচিত্র এর আগেই চালু করা হয়। তবে, এই প্রথম কোনো মানচিত্রে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘মানচিত্রে দখলকৃত কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে দেখা যায়। এ সমস্যার একমাত্র সমাধান জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত। যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।’
কুরেশি বলেন, ‘দেশের নতুন রাজনৈতিক মানচিত্রের বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ, কাশ্মীরি নেতৃত্ব এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন করেছে।’
‘এটি কাশ্মীরের জনগণকে একটি স্পষ্ট বার্তা দেয় যে অতীতেও পাকিস্তান সরকার তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়াবে,’ বলেন তিনি।
তিনি বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন এবং আমাদের গন্তব্য শ্রীনগর।’