সুখ জীবনের এমন একটি মূল্যবান সম্পদ, যা অর্জনের জন্য সবাই ছোটে। তবে সবার ভাগ্যে তা জোটে না। কেউ সুখী হয়, আবার কেউ দুঃখী। অপ্রাপ্তি নিয়ে জীবন কাটিয়ে দেয়ার মতো মানুষ পৃথিবীতে অনেক আছে। তবে জীবনে সুখী থাকাটা একদমই কঠিন কিছু নয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ওয়েবসাইট রেডিট ‘আস্ক মি এনিথিং’ নামের এক সভায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে সুখ নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল। আর সেখানেই তিনি সুখের কিছু টিপস জানিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
বর্তমান নিয়ে বাঁচুন
তার মতে, অতীতে কি হয়েছে তা নিয়ে ভেবে বসে থাকলে জীবনে সুখী হতে পারবেন না। তাই অতীতকে মন থেকে সরিয়ে বর্তমানে কেমন আছেন তা নিয়ে বাঁচুন।
নিজের কথা শুনুন
তিনি বলেন, সুখী হওয়ার অন্যতম সূত্র হলো সবার আগে নিজের কথা শুনুন। আপনার যদি মনে হয়, জীবনে আরো বড় কিছু করার আছে, তাহলে সেটার করার জন্য উঠে পরে লাগুন।
পরিবার
তিনি আরো বলেন, সবার জীবনেই সবার আগে পরিবার হওয়া দরকার। পেশাগত জীবনে নানা সমস্যা হলেও তার মাঝে সময় বের করে নিন। আর পরিবারের সঙ্গে সময় কাটান।