বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবত অসুস্থ। সোমবার অবস্থার অবনতি হওয়ায় তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।
সকাল ১০ টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাবুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেয়া হবে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। সেখানে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।
তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার। চিকিৎসকের পরামর্শে বাবু রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কোভিড পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথমে সাধারণ সম্পাদক, পরের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন শফিউল বারী বাবু। ছাত্ররাজনীতি শেষে সক্রিয় হন স্বেচ্ছাসেবক দলে, গত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।