কানাডার ক্যালগেরি সিটিতে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক

ক্যালগেরির সকল অভ্যন্তরীণ সরকারি ভবন এবং পাবলিক ট্রানজিটে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। ক্যালগেরির সিটি কাউন্সিল একটি নতুন আইন পাস করেছে যেখানে শহরের অভ্যন্তরীণ সরকারি ভবনে এবং পাবলিক ট্রানজিটে প্রত্যেককে মাস্ক পড়তে হবে।

এই আইনের মধ্যে ক্যালগেরির সমস্ত বিল্ডিং, বাস, ট্রেন, ট্যাক্সি, মল এবং মুদি দোকানে সকল নগরীতে মাস্ক বাধ্যতামূলক করা হবে। এটি সকলের জন্য এবং  সরকারি ভবনগুলোতে কর্মচারীদের জন্য সঠিকভাবে যারা দূরত্ব বজায় রাখতে সক্ষম নয় তাদের ক্ষেত্রেও  প্রযোজ্য।

তবে কোনও ব্যক্তি যদি প্লাস্টিকের কিছু দ্বারা আবৃত থাকে এবং অন্য ব্যক্তির থেকে পৃথক হয় তবে মাস্ক পরতে হবে না। এটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ক্যালগেরির মেয়র নাহিদ নেনশি প্রেস কনফারেন্সে বলেন, ক্যালগেরিবাসীদের এখনই মাস্ক পরা উচিত। যদিও এই আইন কার্যকর হবে আগস্টের ১ তারিখ থেকে, তবুও তার আগেই  মাস্ক পড়া উচিত। তিনি আশা করেন, ক্যালগেরিয়নরা ততক্ষণ অপেক্ষা করবেন না যতক্ষণ না তাদের উপর চাপ দেয়া হবে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ পাবলিক স্পেসগুলিতে এখনই মুখোশ পরা শুরু করুন। এর মধ্যে ট্রানজিট, স্টোরস, জনসাধারণের যে কোনও জায়গাতেই অনুমতি দেওয়া হয়েছে, এছাড়াও কনডো বিল্ডিংয়ের পাশাপাশি জনসাধারণের অফিসের বিল্ডিংয়ের পাবলিক এলাকাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

কানাডার বিভিন্ন সিটিতেও মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। একদিকে অর্থনীতি সচল রাখা আর অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে উভয়সঙ্কটে পড়েছে বিভিন্ন শহরের নীতিনির্ধারকেরা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ২৪০ জন, মারা গেছে ৮ হাজার ৮৭০ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ১৪২ জন।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ