দীন ইসলাম: দেশ ছেড়ে চিকিৎসার জন্য লন্ডন যাবেন না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যদিও খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। লন্ডন সূত্রে জানা গেছে, সরকার এখন খালদা জিয়ার পরিবারের কিছু সদস্যের দ্বারস্থ হয়েছে।উপায় না পেয়ে এখন পরিবারের সদস্যদের মাধ্যমে খালেদা জিয়াকে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি’র নীতিনির্ধারক মহলের একজন ভোরের আলোকে জানান, সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে অপপ্রচার জালিয়ে সফল হয়নি। এখন অন্য পথ ধরেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বুঝাতে গেলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেব না। দেশের মাটিকে আকড়ে ধরে রাখবো আজীবন। এ দেশই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। দেশ ছেড়ে আমি কোথাও যাাবো না। সরকারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, তারা এখনই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তাই নানাভাবে চেষ্টা অব্যাহত থাকবে খালদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে। তাহলে সরকারের পথ অনেকটাই মসৃণ হবে বলে মনে করছেন তারা। তখন বিএনপি ভা্ঙ্গনের দিকে মনযোগ দেবে সরকারের একাধিক সংস্থাগুলো।