ভোরের আলো রিপোর্ট: কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’ ফেসবুক লাইভ চতুর্থ পর্ব আসছে। এবারের পর্বটি নতুন করে সাজানো হয়েছে বলে জানালেন অনুষ্ঠানের সঞ্চালক ও সাপ্তাহিক ভোরের আলো’র বার্তা সম্পাদক দীন ইসলাম। ১৯ ই জুলাই, রোববার ‘করোনা মহামারিতে আক্রান্ত বিশ্ব ও পারিপ্বার্শিক অবস্থা’ শিরোনামে পর্ব-৪ অনুষ্ঠানটি শুরু হবে কানাডা সময় রাত ১০ টা এবং বাংলাদেশ সময় সকাল আটটায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ, সাপ্তাহিক ভোরের আলো’র পাবলিশার এবং ইউনাইটেড ফোরাম অব বাংলাদেশি কানাডিয়ান-এর সভাপতি রেশাদ চৌধুরী, কানাডা- বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট ও মর্টগেজ এজেন্ট পারভেহ আহমেদ (মুহিত) এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহমুদ। সঞ্চালক দীন ইসলাম জানান, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকারের নির্দেশনায় আমরা দর্শকদের নতুন কিছু ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি। সবাই চোখ রাখুন। আশা করছি আপনাদের ভাল লাগবে।