কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার মেয়াদ আরও একমাস বাড়ান হয়েছে। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ নিশ্চিত করেছে, কানাডিয়ান এবং মার্কিন কর্মকর্তারা ২১ আগস্ট পর্যন্ত অপরিহার্য ভ্রমণে দু’দেশের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছেন।
সূত্র বলছে, উভয় সরকারই এক মাসের জন্য সীমান্ত বিধিনিষেধ ব্যবস্থা বাড়িয়ে একই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিচক্ষণতার সাথে ভ্রমণে নিষেধাজ্ঞাটি মার্চ মাসে প্রথম চালু হয়েছিল এবং এর পর থেকে প্রতি মাসে বাড়ানো হয়েছে। ২১ জুলাই পর্যন্ত সর্বশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হল।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই প্রায় ৬০ হাজারেরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে কানাডায় সে তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক কম। যে কারণে কানাডিয়ানরা বর্ডার খুলে দেয়ার ব্যাপারে একমত নন। ইতিমধ্যে কংগ্রেসের মার্কিন সদস্যরা কানাডার সাথে যুক্তরাষ্ট্রে তার অংশীদারিত্বের সীমানা পুনরায় চালু করার জন্য চাপ দিয়েছেন কানাডিয়ানরা তা প্রত্যাখ্যান করছে।
বিডি প্রতিদিন/হিমেল