ভোরের আলো ডেষ্ক:প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়াসহ লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানী তেহরানে এসব অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির আহ্বানের পর এ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়।
ভাষণে রুহানি বলেন, আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা অন্ত্যষ্টিক্রিয়া, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।
গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ মহামারির বিস্তার রোধে কিছুদিন লকডাউনে ছিল ইরান।
ইরানের সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, এ ধরনের অনুষ্ঠান আয়োজন থেকেই দেশে দ্বিতীয়বারের মত করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ১২ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৫৫ হাজার ১১৭ জন।
সূত্র: বিবিসি।