ভোরের আলো রিপোর্ট: কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘ভোরের আলো পয়েন্ট অফ ভিউ’ ফেসবুক লাইভ দ্বিতীয় পর্ব আসছে। এবারের পর্বটিতেও নতুনত্ব থাকছে বলে জানালেন অনুষ্ঠানের সঞ্চালক ও সাপ্তাহিক ভোরের আলো’র ব্যবস্থাপনা সম্পাদক আরিফ আহমেদ। ৫ ই জুলাই, রোববার ‘করোনা মহামারিতে আক্রান্ত বিশ্ব ও পারিপ্বার্শিক অবস্থা’ শিরোনামে পর্ব-২ অনুষ্ঠানটি শুরু হবে কানাডা সময় রাত ১০ টা এবং বাংলাদেশ সময় সকাল আটটায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার, সলিসিটর এবং নোটারি পাবলিক ওমর হাসান আল জাহিদ, ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের প্রিন্সিপাল কনসালট্যান্ট মাহমুদা নাসরিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ, এম নাজমুল আহসান এবং ক্যালফোর্নিয়ার ইউনিভার্সিটি ইন চিকোর প্রেসিডেন্ট এন্ড সিইও মোহাম্মদ বিল্লাহ, (সিএইচএ) । সঞ্চালক আরিফ আহমেদ জানান, প্রথম অনুষ্ঠানের ভূল ক্রটি শুধরে নিয়ে দ্বিতীয় অনুষ্ঠানটি আরও বেশি প্রানবন্ত হবে বলে আমার বিশ্বাস। আশা করছি ফেসবুকের দর্শকরা নতুন কিছু পাবেন।