ভোরের আলো রিপোর্ট: কাতারের সীমান্তবর্তী এলাকায় আলখোরে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের মনির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি দু’টি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন। এসময় তাকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানী দোহা থেকে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক সেবা প্রদান করে।
পরে আহত মনির হোসেনের বাংলাদেশি স্পনসর লাইফ ভিশন ট্রেনিং এন্ড কন্টাক্টিংয়ের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় দুর্ঘটনায় কবলিত গাড়ির মালিক পক্ষের সাথে কোন মামলা ছাড়াই আলোচনা সাপেক্ষে কাতারি চার লাখ পঞ্চাশ হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্ত মনির হোসেন কাছে ব্যাংক একাউন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় ।
লাইফ ভিশন ট্রেডিং এন্ড কন্টাক্টিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আমার কোম্পানিতে ৫০০ কর্মী কর্মরত আছেন।