ভোরের আলো ডেষ্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন অনলাইন।
বাবার করোনা আক্রান্তের খবর টুইটারে জানিয়ে এর জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) দায়ী করেছেন কাশিম।
টুইটারে তিনি লেখেন, ‘বাবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে সক্ষম হয়েছেন।’
ডন জানিয়েছে, গত ৯ জুন রাওয়ালপিন্ডিতে এনএবি’র দায়ের করা অর্থ পাচার মামলায় এক শুনানিতে হাজির হয়েছিলেন ইউসুফ রাজা গিলানি। এরপরই করোনায় আক্রান্ত হন ৬৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।
একইদিন ওই মামলায় হাজির হয়েছিলেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শেহবাজ শরিফ। তার শরীরেও করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
এদিকে একইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
নিজের ফেসবুক পেজে নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়েছে সবার কাছে দোয়া চান এই সাবেক পাক অলরাউন্ডার।
সম্প্রতি লকডাউন শিথিল করায় পাকিস্তানে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রেহাই পাচ্ছেন না দেশটির সাবেক ও বর্তমান সময়ের রাজনীতিবিদরাও।